ভিতরে

ইংল্যান্ড সিরিজের আগে ইশান্তকে পাবার আশা

নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে  ডান হাতের আঙ্গুলের ইনজুরিতে পড়েন ভারতের পেসার ইশান্ত শর্মা। ডান হাতের মধ্যমা এবং অনামিকার মাঝে আঘাত পান তিনি।
ইনজুরিতে পড়ায় ইশান্তের আঙ্গুলে একাধিক সেলাই পড়ে। আগামী দশ দিনের মধ্যে সেলাই কাটা হবে। তবে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে ইশান্তকে দলে পাবার আশা করছে ভারত টিম ম্যানেজমেন্ট। এমনটাই বললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা।
তিনি বলেন, ‘দশ দিনের মধ্যে ইশান্তের আঙ্গুলে সেলাই কাটা হবে। ইংল্যান্ড সিরিজের আগে এখনও ৬ সপ্তাহ বাকি। তার আগেই ইশান্ত সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।’
নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় আঙ্গুলে চোট পান ইশান্ত।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

টেস্ট হারের প্রতিশোধ টি-টুয়েন্টিতে নিতে চায় বিশ্ব চ্যাম্পিয়নরা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সফরের ভালো খেলে বিশ্বকাপের দলে জায়গা নিতে বললেন ফিঞ্চ