ভিতরে

পাগলা মসজিদের সিন্দুকে ৫ মাসে সোয়া দুই কোটি টাকা

এবার প্রায় পাঁচ মাস পরে কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানসিন্দুক খুলে সোয়া দুই কোটি টাকার বেশি পাওয়া গেছে।

জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে হারুয়া এলাকার এই মসজিদের আটটি দানসিন্দুক শনিবার সকালে একসঙ্গে খোলা হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলার ডিসি মোহাম্মদ শামীম আলম বলেন, চার মাস ২৬ দিন পর আটটি সিন্দুক খুলে দুই কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ৭৭৯ টাকা পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে কিছু স্বর্ণালংকার। এর আগে সর্বশেষ গত ২৩ জানুয়ারি দানসিন্দুক খোলা হয়। তখন দুই কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা পাওয়া গিয়েছিল। তখন খোলা হয়েছিল পাঁচ মাস পর।

প্রাপ্ত দানের টাকা থেকে পাগলা মসজিদ ও মসজিদ কমপ্লেক্সের অন্তর্ভুক্ত মাদ্রাসা, এতিমখানা ও গোরস্তানের ব্যয় নির্বাহ করার পাশাপাশি জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সহায়তা করা হয়। তাছাড়া জেলার গরিব ছাত্রদের আর্থিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক কাজেও টাকা দেওয়া হয় বলে জানান ডিসি।

সুউচ্চ মিনার ও তিন গম্বুজবিশিষ্ট তিন তলা পাগলা মসজিদ রয়েছে প্রায় চার একর জায়গাজুড়ে। এটি কিশোরগঞ্জে অন্যতম ঐতিহাসিক স্থাপনা বলে স্থানীয়রা মনে করেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

৯৯৯-এ ফোন করে মেহজাবিন বলেন ‘মা-বাবা-বোনকে হত্যা করেছি, আসেন’

শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়তে ১৭ পরামর্শ