ভিতরে

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়ালো

TOPSHOT - Bodies are moved to a refrigeration truck serving as a temporary morgue at Wyckoff Hospital in the Borough of Brooklyn on April 6, 2020 in New York. - New York Governor Andrew Cuomo on Monday extended a shutdown in the epicenter of America's deadly coronavirus pandemic until near the end of the month. Cuomo said the COVID-19 death rate in New York was "effectively flat" for the past two days but announced that schools and non-essential businesses must stay shut until April 29. (Photo by Bryan R. Smith / AFP) (Photo by BRYAN R. SMITH/AFP via Getty Images)

যুক্তরাষ্ট্রে মহামারী করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা মঙ্গলবার ছয় লাখ ছাড়িয়ে গেছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন করোনায় মৃতের সংখ্যা এই ‘দুঃখজনক মাইলফলক’ অতিক্রম করায় গভীর শোক প্রকাশ করেছেন এবং টিকা নেয়ার ওপর গুরুত্ব দিতে আমেরিকানদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।
এ মহামারী ভাইরাসে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে। এদিক থেকে ব্রাজিল দ্বিতীয় ও ভারত তৃতীয় অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, চীনের উহান নগরীতে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর তা দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এতে বিশ্বের অর্থনীতির চাকা মুখ থুবড়ে পড়ায় লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়ে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

২০৩০ সাল নাগাদ ৮ টি পারমাণবিক বিদ্যুৎ চুল্লী নির্মাণের প্রত্যাশা ইরাকের

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে ১০ জন নিহত