ভিতরে

পাকিস্তানে চীনা রাষ্ট্রদূতের হোটেলে বোমা ॥ ৪ জন নিহত, আহত ১২

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে চীনা রাষ্ট্রদূতের একটি আবাসিক বিলাসবহুল হোটেলে বোমা হামলায় কমপক্ষে চারজন নিহত এবং ১২ জন আহত হয়েছে। বুধবার রাতে কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা নগরীর বিলাসবহুল সেরেনা হোটেলের গাড়ি পার্কিংয়ের জায়গায় এই ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে। এ প্রদেশে সামরিক বাহিনীর সদস্যরা এক দশক ধরে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে আসছে।
এ হামলাকে ‘একটি সন্ত্রাসবাদমূলক কর্মকান্ড হিসেবে বর্ণনা করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এএফপি’কে বলেন, সেখানে হামলায় ‘কমপক্ষে চার জন নিহত ও ১২ জন আহত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘চীনের রাষ্ট্রদূতের নেতৃত্বে দেশটির চার সদস্যের একটি প্রতিনিধি দল ওই হোটেলে ভাড়া থাকেন। বোমা হামলার সময় বৈঠক থাকায় ওই রাষ্ট্রদূত হোটেলের বাইরে ছিলেন।’
কোয়েটার সিনিয়র পুলিশ কর্মকর্তা আজহার ইকরাম নিহতের খবর নিশ্চিত করে বলেন, চীনের রাষ্ট্রদূত ওই হোটেলে থাকেন। তবে বিস্ফোরণের সময় তিনি হোটেলে ছিলেন না।
ইকরাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে পার্ক করে রাখা কোন একটি গাড়িতে শক্তিশালী বোমাটি রাখা ছিল।’
তিনি বলেন, এ হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ভারতে একদিনের করোনা সংক্রমণে বিশ্ব রেকর্ড

গুয়াতেমালার প্রেসিডেন্টের সাথে অভিবাসন ঢেউ নিয়ে আলোচনা করতে যাচ্ছেন মার্কিন ভিপি হ্যারিস