ভিতরে

নাভার্স নাইন্টিতে নড়বড়ে তামিম

নাভার্স নাইন্টিতে পৌঁছালেই যেন নড়বড়ে হয়ে পড়েন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। আজ আরও একবার সেই প্রমান দিলেন তিনি।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে আজ থেকে শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৯০ রানে আউট হন তামিম। শ্রীলংকার বাঁ-হাতি পেসার বিশ্ব ফার্নান্ডোর বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন তামিম। ১৫টি চারে ১০১ বল খেলে ৯০ রান করে আউট হন তামিম।
পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত ওয়ানডে ও টেস্ট মিলিয়ে মোট পাঁচবার নাভার্স-নাইন্টিতে আউট হয়েছেন তামিম।
২০১৩ সালে প্রথম ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ৯৫ রান করেছিলেন তামিম। আর আজ দ্বিতীয়বারের মত টেস্টে নাভার্স-নাইন্টিতে ফিরলেন তিনি।
নাভার্স-নাইন্টিতে বাকি তিনবার ওয়ানডেতে আউট হন তামিম। ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে, ২০১৫ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে এবং ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাভার্স-নাইন্টিতে আউট হন তামিম। এই তিন ম্যাচেই ৯৫ রান করে থামেন তিনি।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ইংলিশ ক্লাবগুলো ছাড়া সুপার লিগের আর অস্তিত্ব নেই : জুভেন্টাস সভাপতি আগনেলি

হেফাজত নেতা কোরবান আলী সাত দিনের রিমান্ডে