ভিতরে

ইংলিশ ক্লাবগুলো ছাড়া সুপার লিগের আর অস্তিত্ব নেই : জুভেন্টাস সভাপতি আগনেলি

ইংলিশ ছয়টি ক্লাব সড়ে যাওয়ায় প্রস্তাবিত সুপার লিগের আর কোন অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন জুভেন্টাসের সভাপতি আন্দ্রে আগনেলি।
প্রস্তাবিত ১২ ক্লাবের ইউরোপীয় সুপার লিগ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসি, টটেনহ্যাম ও আর্সেনাল নিজেদেরকে প্রত্যাহার করে নেয়ার একদিন পর বর্তা সংস্থা এএফপির ‘ ইংলিশ ক্লাব না থাকায় সুপার লিগ থেমে যাবে কিনা’ জানতে চাইলে জবাবে আগনেলি এতে হ্যাঁ সুচক উত্তর দেন।
এদিকে ইংলিশ ক্লাবগুলোকে অনুসরণ করে আজ ১২ ক্লাবের জোট থেকে সড়ে দাঁড়ায় অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলান। ফলে সুপার লিগের জন্য গড়া ওই ১২ ক্লাবের জোটে আর মাত্র অবশিষ্ট আছে চারটি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এসি মিলান ও জুভেন্টাস।
অবশ্য ইংলিশ ক্লাবগুলো সড়ে দাঁড়ানোর আগে দেয়া এক সাক্ষাৎকারে আগনেলি বলেছিলেন যে ওই প্রকল্পটি অব্যাহত থাকবে।
ওই সময় তিনি বলেন, ‘ক্লাবগুলোর মধ্যে রক্তের বন্ধন তৈরী হয়েছে। আমরা এগিয়ে যাব। এই প্রকল্প সফল হবার সম্ভাবনা শতভাগ। ফুটবল আর বেশীদিন খেলার মধ্যে আটকে থাকবে না। এটি শিল্পে রুপ নিবে এবং এর স্থায়িত্ব দরকার।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

১২ লাখ রুপি জরিমানা রোহিতের

নাভার্স নাইন্টিতে নড়বড়ে তামিম