ভিতরে

আইপিএল: শেষ বলে চ্যাম্পিয়নদের হারিয়ে শুভ সূচনা কোহলির ব্যাঙ্গালুরুর

শেষ বলে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থদশ আসরে শুভ সূচনা করলো বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গতকাল থেকে শুরু হওয়া আইপিএল আসরের প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরু ২ উইকেটে হারিয়েছে রোহতি শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে।
চেন্নাইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে ব্যাঙ্গালুরু। ব্যাট হাতে নেমে ১১ ওভারে ২ উইকেটে ৯৪ রান তুলে ফেলে মুম্বাই। এতে বড় স্কোরের পথ পেয়ে যায় তারা। কিন্তু পরের দিকে ব্যাঙ্গালুরুর বোলাররার মুম্বাইয়ের রানের লাগাম টেনে ধরে। ফলে পরের ৯ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৬৫ রান তুলতে পারে মুম্বাই। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রান করে মুম্বাই। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার অস্ট্রেলিয়ার ক্রিস লিন। ৩৫ বলে ৪টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। এছাড়া সূর্যকুমার যাদব ৩১, ইশান কিশান ২৮ ও অধিনায়ক রোহিত শর্মা ১৯ রান করেন। ব্যাঙ্গালুরুর ডান-হাতি পেসার হার্শেল প্যাটেল ২৭ রানে ৫টি উইকেট নেন।
জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে নড়বড়ে ছিলো ব্যাঙ্গালুরু। ১২২ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ ২১ বলে ৪ উইকেট হাতে নিয়ে ৩৮ রানের প্রয়োজন ছিলো ব্যাঙ্গালুরুর। দলের আশা-ভরসা ছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। পাঁচ নম্বরে নামা ডি ভিলিয়ার্স ২৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৮ রান করেন।
ম্যাচের শেষ ওভারের চতুর্থ বলে রান আউট হন ডি ভিলিয়ার্স। তখন শেষ ২ বলে ২ রানের প্রয়োজন ছিলো। সেটি করতে বেগ পেতে হয়নি ব্যাঙ্গালুরুর। ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন প্যাটেল।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

নতুন মুখ পাওয়াটাই বড় প্রাপ্তি: শেখ বশির আহমেদ

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে যত রেকর্ড