ভিতরে

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১৫৬ জন হাসপাতালে ভর্তি

 ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 
এদের মধ্যে ঢাকায় নতুন ভর্তি ১৪৮ জন এবং ঢাকার বাইরে নতুন ভর্তি ৮ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৪৯ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৭৬ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৩০২১ জন। এদের মধ্যে ঢাকায় ২২৭৬ জন এবং ঢাকার বাইরে ৭৪৫ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ২২ জনের।
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ২৪৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত

আগামী ১৩ জুলাই রাশিয়ায় মুক্তি পাবে ‘পাঠান’