ভিতরে

‘গোয়েন্দা উপগ্রহ’ উৎক্ষেপণের দাবি করেছে উ.কোরিয়া : সিউল

 উত্তর কোরিয়া বুধবার তাদের কথিত ‘গোয়েন্দা উপগ্রহ’ উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, তাদের সামরিক বাহিনী উত্তর কোরিয়ার উত্তর পিয়ংগান প্রদেশের টংচাং কাউন্টি এলাকা থেকে একটি উপগ্রহের উৎক্ষেপণ শনাক্ত করেছে। আজ স্থানীয় সময় ৬টা ২৯মিনিটের দিকে এটি উৎক্ষেপণ করা হয়। পিয়ংইয়ং এটিকে একটি সামরিক গুপ্তচর উপগ্রহ হিসেবে বর্ণনা করে।
তিনি আরো বলেন, ‘এটি স্বাভাবিকভাবে উড়ছে কি-না তা আমাদের সামরিক বাহিনী পর্যবেক্ষণ করে।’
বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, সামরিক বাহিনী এখন বিশ্লেষণ করছে যে একটি স্পেস লঞ্চ ভেহিকল হিসেবে উত্তর কোরিয়ার দাবি করা তাদের উপগ্রহটি মধ্য আকাশে ভেঙ্গে যেতে পারে বা এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পর বিধ্বস্ত হয়েছে।
উত্তর কোরিয়া মঙ্গলবার জানায়, তারা ১১ জুনের আগে ‘সামরিক গুপ্তচর উপগ্রহ-১’ উৎক্ষেপনের পরিকল্পনা হাতে নিয়েছে। মাত্র এক দিন আগে তাদের এমন পরিকল্পনার কথা জাপানকে জানিয়েছিল।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

উত্তর কোরিয়ার ‘গোয়েন্দা উপগ্রহ’ সাগরে বিধ্বস্ত

আগামী ৩ জুন শপথ নেবেন তুরস্কের নির্বাচিত প্রেসিডেন্ট এরদোয়ান