ভিতরে

কবি কাজী নজরুল ইসলামের কবিতা নিয়ে জয়পুরহাটে আবৃত্তি সন্ধ্যা

 বাংলা সাহিত্যের কালজয়ী প্রতিভা সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবর্ষ উদযাপন উপলক্ষে জয়পুরহাটে আবৃত্তি সন্ধ্যার আয়োজন করা হয়।তরুণ আবৃত্তি শিল্পী আছমুন্নাহান নীনার একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয় সোমবার রাত সাড়ে ৮ টায় জয়পুরহাট পৌর মিলনায়তনে।
জাতীয় রবীন্দ্র সংগিত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখা ও জয়পুরহাট আবৃত্তি পরিষদ যৌথভাবে আয়োজিত নীনার একক আবৃত্তি সন্ধ্যার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। জয়পুরহাট আবৃত্তি পরিষদের সভাপতি মোস্তাহেদ ফাররোখের সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, লেখক ও গবেষক আমনিুল হক বাবুল। অনুষ্ঠানের শুরুতেই শিল্পী অর্পিতা ধরের কন্ঠের গান ”একি অপরুপ রুপে মা তোমার হেরিনু পল্লী জননী”। এরপর তরুণ আবৃত্তি শিল্পী জয়পুরহাট আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক আছমুন্নাহান নীনার একক আবৃত্তি সন্ধ্যায় প্রথমে আবৃত্তি করেন  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ”মানুষ” কবিতা ”গাহি সাম্যের গান- মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান! এরপর কবিতা ”বিদ্রোহী, আমার কৈফিয়ত কবিতা সহ নির্বাচিত ১২টি কবিতা আবৃত্তি করেন তরুণ আবৃত্তি শিল্পী আছমুন্নাহান নীনা।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

দেশে আরও ১১৪ জনের শরীরে করোনা শনাক্ত

কম্বাইন্ড হারভেস্টারে ধানকাটায় স্বস্তিতে বগুড়ার কৃষকরা