ভিতরে

রাঙ্গামাটিতে ৪০টি মাচাং ঘরসহ ৬৮০ ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর

রাঙ্গামাটিতে জমিসহ বিনামূল্যে প্রধানমন্ত্রীর দেয়া ঘর উপহার পেলেন আরো ৬৮০ ভূমি ও গৃহহীন পরিবার।
মঙ্গলবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করার পর রাঙ্গামাটিতে ৪০টি মাচাংঘরসহ এসব ঘর হস্তান্তর করা হয়।  
রাঙ্গামাটি সদর উপজেলা, কাপ্তাই উপজেলা, কাউখালী উপজেলা, রাজস্থলী উপজেলা, বরকল উপজেলা, বিলাইছড়ি উপজেলা, বাঘাইছড়ি উপজেলা, লংগদু উপজেলা এবং নানিয়ারচর উপজেলার ভূমি ও গৃহহীনদের মাঝে  এসব ঘর হস্তান্তর করা হয়।
এসময় কাপ্তাই উপজেলার ৪০টি জুমিয়া পরিবারকে পাহাড়ের পরিবেশ উপযোগী করে তৈরি করা মাচাং ঘরের চাবি হস্তান্তর করা হয়। ঐতিহ্যবাহী এই মাচাং ঘর পাহাড়ি সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিল রেখে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে।
জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমাসহ অন্যান্য উপজেলায়ও একই সময় জমির দলিল ও ঘরের চাবি হন্তান্তর করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বাসস’কে জানান, জেলায় মোট ভূমিহীনের সংখ্যা ৩০৯০। এদের মধ্যে পাঁচ ধাপে মোট ২২৫২ পরিবারকে ঘর প্রদান করা হয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

উত্তর দিন

মন্তব্য করুন

টাঙ্গাইলের গোপালপুরে নিপার স্বপ্ন ১৭ মণ ওজনের ষাঁড়

পরীক্ষা-নিরীক্ষা শেষে ঈদের আগে রেলবহরে যুক্ত হতে যাচ্ছে নতুন ৫০টি লাগেজ ভ্যান