ভিতরে

কুমিল্লার মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৭০০ দুস্থ  রোগী

 জেলার মুরাদনগরে সে¦চ্ছাসেবী সামাজিক সংগঠন আলোকিত আলীরচরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায়, দুস্থ ও গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 
আজ সকাল ৭ থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সদরের তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে হল রুমে প্রায় ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
চিকিৎসা সেবা প্রদান করেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদ্দাম হোসেন ও আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ এন্ড হসপিটালের মেডিকেল অফিসার ডা. পলাশ সরকারের নেতৃত্বে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক।
এ ব্যাপারে সংগঠনটির সহ-সভাপতি সফিকুল ইসলাম বাসসকে বলেন, যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন অসহায় লোকদের সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া অসহায় মানুষদের বিভিন্নভাবে সহায়তা করেছি সংগঠনের পক্ষ থেকে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ভোলায় বিচারপ্রার্থীদের জন্য বিশ্রমাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের শ্রদ্ধা