ভিতরে

শেরপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। 
আজ সকাল ১০টায় ঝিনাইগাতী উপজেলা কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কৃষকদের হাতে এসব সার-বীজ তুলে দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম. ফজলুল হক ।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানে সুবিধাভোগি প্রত্যেক কৃষককে পাঁচকেজি উন্নতজাতের বীজ, ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। 
ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক-আল-মাসুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতি উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার।
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সুকল্প দাস জানান. এবার জেলায় আটহাজার কৃষক আউশ চাষের জন্য কৃিষ প্রণোদনা পাচ্ছেন। এ কর্মসূচির আওতায় শেরপুর সদর উপজেলায় দুইহাজার ছয়শ’ জন, শ্রীবরদীতে একহাজার ৩৫০জন, ঝিনাইগাতীতে একহাজার ২৫০ জন, নালিতাবাড়ীতে একহাজার ৬৫০ জন, নকলায় একহাজার ১৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রণোদনার সুবিধা পাচ্ছেন। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ভোলার লালমোহনে ৩ হাজার কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

দক্ষিণ আমেরিকান ফুটবল সদর দপ্তরে মেসির ভাস্কর্য