ভিতরে

বন্যাপ্রবণ এলাকার ঝুঁকি কমাতে ৪,৩২৩ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন  

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আকস্মিক বন্যা প্রবণ জনগোষ্ঠী ও নদীর তীরবর্তী মানুষের বন্যা ঝুঁকি কমাতে আজ ৪ হাজার ৩২৩ কোটি ৪৭ লাখ টাকার “অভিযোজন ও ঝুঁকি হ্রাসের জন্য টেকসই অবকাঠামো”(নদী) প্রকল্পে অনুমোদন দিয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম জানান, দিনের বৈঠকে মোট আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট আনুমানিক ব্যয় ১২,১৬৭.১৫ কোটি টাকা। তিনি বলেন,  মোট প্রকল্প ব্যয়ের মধ্যে, বাংলাদেশ সরকারের অংশ থেকে ৩,০৯৭.৯১ কোটি টাকা, সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৫৬.৪৭ কোটি টাকা এবং প্রকল্প সহায়তা থেকে সিংহভাগ ৮,৯১২.৭৭ কোটি টাকা আসবে।
ব্রিফিংয়ে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার, পরিকল্পনা কমিশনের সদস্যরা এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
অনুমোদিত ৮টি প্রকল্পের মধ্যে ৬টি নতুন এবং ২টি সংশোধিত প্রকল্প। এছাড়া বৈঠকে ব্যয় না বাড়িয়ে চারটি প্রকল্পের মেয়াদ বাড়ানোরও অনুমোদন দেওয়া হয়।

চলবে …

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

পঞ্চগড়ের অগ্নিসন্ত্রাস মনিটর হয়েছে ঢাকা ও লন্ডন থেকে : তথ্যমন্ত্রী