ভিতরে

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৩ জন 

 দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ২৪৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৩২ জন। সংক্রমণ কমেছে দশমিক ৫৯ শতাংশ। বুধবার শনাক্তের হার ছিল দশমিক ৯৯ শতাংশ। আজ কমে হয়েছে দশমিক ৪০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ১৯ হাজার ৫৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৭৩০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ। 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত এই রোগে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৩২০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫২ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১০ জন। শনাক্তের হার দশমিক ৪৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৮০ শতাংশ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতির শপথ গ্রহণ 

১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী