ভিতরে

সাবেক মন্ত্রী এ বি এম গোলাম মোস্তফার মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

 পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, সাবেক সচিব এ বি এম গোলাম মোস্তফার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি আজ এক শোকবার্তায় বলেন, এ বি এম গোলাম মোস্তফা ‘আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন’। ১৯৬৯ সালে প্রেসডেন্ট আইয়ুব খানের সাথে বঙ্গবন্ধুর গোলটেবিল বৈঠকের সময় বঙ্গবন্ধুর ৬ দফা কর্মসূচির সমর্থনে ড্রাফট প্রস্তুতকারী বাংলাদেশি সিএসপি অফিসারদের মধ্যে তিনিও একজন। তিনি  (মোস্তফা) দেশ ও জনগণের কল্যাণে অনেক অবদান রেখে গেছেন। তাঁর অবদান জনগণ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
পররাষ্ট্রমন্ত্রী মরহুম এ বি এম গোলাম মোস্তফার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বিশ্বকাপ যেন এমবাপ্পের নেশা 

১ ডিসেম্বরই ‘মুক্তিযোদ্ধা দিবস’ হওয়া উচিত : আ ক ম মোজাম্মেল হক