ভিতরে

গুলিস্তান রেড জোনে দোকান বসানোয় দক্ষিণ সিটির অভিযানে ৫ জনকে কারাদন্ড

গুলিস্তান রেড জোনে দোকান বসানোয় ৫ দোকানিকে কারাদন্ড দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমান আদালত।
এ সময় হাঁটার পথ ও রাস্তা দখল করে দোকান  করায় মোহাম্মদ রুবেল, মাসুদ রানা, আরাফাত, সাকিব ও ফারুক নামের ৫ ব্যক্তিকে কারাদন্ড প্রদান করা হয়। এর মধ্যে মোহাম্মদ রুবেলকে ১৫ দিন এবং বাকী ৪ জনকে ৭ দিন করে কারাদন্ড দেয়া হয়। 
এছাড়াও এ সময় ৯ দোকানিকে ৯টি মামলায় ৬৮ হাজার টাকা জরিমানা এবং অভিযানকালে জব্দকৃত মালামাল স্পট নিলামের মাধ্যমে ১ লাখ ৩ হাজার টাকায় বিক্রি করে দেয়া হয়। 
গুলিস্তান জিরো পয়েন্ট থেকে শুরু করে আহাদ পুলিশ বক্স, গুলিস্তান হল মার্কেট থেকে গোলাপশাহ মাজার হয়ে বঙ্গভবন এলাকা পর্যন্ত ঘোষিত ‘রেড জোন’ এ আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 
করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খানের নেতৃত্বে গুলিস্তান রেড জোনে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।  
অভিযান প্রসঙ্গে করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুনিরুজ্জামান বলেন, “গুলিস্তান এলাকায় ঘোষিত রেড জোনে ইতোমধ্যে আমরা আরও ৭ দিন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। তারপর কিছু অসাধু লোক আবারও হাঁটার পথ ও রাস্তা দখল করে সেখানে দোকান স্থাপন করেছে। তাই রেড জোনের হাঁটার পথে ও রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আজকে অভিযান পরিচালনা করা হয়েছে। রেড জোন দখলমুক্ত রাখতে মেয়র মহোদয়ের নির্দেশনা মতো নিয়মিতভাবে অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে।” 
অভিযানকালে অন্যান্যের মধ্যে ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন উপস্থিত ছিলেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

সরকার গৃহহীন মানুষের আবাসন সমস্যা নিরসনে কাজ করছে : ত্রাণ প্রতিমন্ত্রী

উচ্চ শিক্ষার ক্ষেত্রে বয়সের বাধা থাকবে না : শিক্ষামন্ত্রী