ভিতরে

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি ৩৬৬ জন 

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ২৪৭ জন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬৬ জন। এর মধ্যে ঢাকায় ২১০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৫৬ জন ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৮৩৭  জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৮৪ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৭৫৩ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে,এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫৬ হাজার ৪৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৬ হাজার ১৫ জন এবং ঢাকার বাইরে ২০ হাজার ৪৮১ জন।
অন্যদিকে,চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৪১২ জন। এর মধ্যে ঢাকায় ৩৪ হাজার ৭৮১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১৯ হাজার ৬৩১ জন সুস্থ হয়েছেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

এসএসসির ফলাফলে মেয়েরা এগিয়ে

সরকার গৃহহীন মানুষের আবাসন সমস্যা নিরসনে কাজ করছে : ত্রাণ প্রতিমন্ত্রী