ভিতরে

আফগানিস্তানের পাকশিয়া প্রদেশে বন্যায় ১৪ জনের মৃত্যু, আহত ১২

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকশিয়া প্রদেশে রোববার রাতে প্রবল বর্ষণ ও  আকস্মিক বন্যায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু ও ১২ জন আহত হয়েছেন। রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা বখতার এ খবর দিয়েছে। খবর সিনহুয়ার।
বার্তা সংস্থা জানায়, ‘রোববার রাতে প্রাদেশিক রাজধানী গার্দেজের কিছু এলাকা এবং প্রদেশটির কয়েকটি জেলায় ব্যাপক বন্যার আঘাতে ১৪ জন প্রাণ হারান এবং ১২ জন আহত হন।’
ওই বার্তা  সংস্থা পরিবেশিত খবরে আরও বলা হয়, মৌসুমি এ বন্যার আঘাতে ৩৫৮ ঘরবাড়ি পুরোপুরিভাবে ধসে পড়েছে এবং আরও ৬৭৬ ঘরবাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় কমপক্ষে ২০ একর জমি ভেসে গেছে।
সংস্থা জানায়, এ প্রদেশে বন্যায় ১,৪৩০ টিরও বেশি গবাদি পশুর মৃত্যু ঘটেছে । এছাড়া কয়েকশ’ কিলোমিটার রাস্তা, অনেক সুরক্ষা বাঁধ, সেতু ও ওয়াটার ড্যাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাদেশিক পুলিশ মুখপাত্র আহমাদুল্লাহ আনাস জানান, রোববার পাকশিয়ার পার্শ্ববর্তী লগার প্রদেশের খুশি জেলায় আকস্মিক বন্যা ও ঝড়বৃষ্টিতে ১৫ জনের মৃত্যু ও নয়জন আহত হন।
কর্মকর্তারা জানান, গত দুই মাসে সংঘাতপূর্ণ এ দেশের ৩৪ টি প্রদেশের মধ্যে ১০ টিতে প্রবল বর্ষণ ও বন্যায় ২শ’রও বেশি মানুষ প্রাণ হারান।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

টি-টোয়েন্টি থেকে বাদ, টেস্ট ও ওয়ানডে ফর্মেটে আছেন ডোমিঙ্গো

শাদের দক্ষিণাঞ্চলে পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘর্ষে ৯ জন নিহত