ভিতরে

নতুন ৪৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৪৭ জন এবং ঢাকার বাইরে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছে ।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৫১ জন ডেঙ্গু রোগী  চিকিৎসাধীন রয়েছে।
ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৪৫ জন এবং অন্যান্য বিভাগে ৬ জন রোগী রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ১ হাজার ১৬০ জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া এ পর্যন্ত সর্বমোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৮ জন। মোট মৃত্যুর সংখ্যা ১ জন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে জঘন্য মন্তব্যের জন্য নূপুর শর্মার নিন্দা করেছে ভারতীয় সুপ্রিম কোর্ট

কুমিল্লার বুড়িচংয়ে তিল চাষে স্বপ্ন বুনছেন কৃষকরা