ভিতরে

দেশে তৈরি মহাকাশ রকেট উৎক্ষেপণ দক্ষিণ কোরিয়ার

 দক্ষিণ কোরিয়া মঙ্গলবার প্রথমবারের মতো দেশে তৈরি মহাকাশ রকেট উৎক্ষেপণ করেছে। 
টেলিভিশন ফুটেজে উৎক্ষেপণের ছবি দেখানো হয়েছে।
এর আগে দেশটি গত অক্টোবরে এ উদ্যোগ নেয়। কিন্তু ব্যর্থ হয়। 
টেলিভিশনে ধারাভাষ্যকার বলেন, মনে হচ্ছে পরিকল্পনামতোই রকেটি উৎক্ষেপণ করা হয়েছে। 
২০০ টন তরল জ্বালানীবাহী রকেটটির নাম নুরি। এটি গ্রিনিচমান সময় ১৭০০ টায় গোহেউং উৎক্ষেপণকেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়।
 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

সরকার বন্যা কবলিত মানুষের জন্য সব ধরনের সহায়তা প্রদান করছে : প্রধানমন্ত্রী

বিরতিটা কোহলির জন্য দারুন সহায়ক হবে মনে করছেন ম্যাকগ্রার