ভিতরে

নারায়ণগঞ্জে ব্যবসায়ী সেলিম হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন

জেলার সদর উপজেলার ফতুল্লায় ঝুট ব্যবসায়ী কামরুজ্জামান সেলিম  চৌধুরী হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।  
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। 
দন্ডপ্রাপ্তরা হচ্ছে- মোহাম্মদ আলী ও মোহাম্মদ ফয়সাল। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিল।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট জেসমিন আহমেদ জানান, ২০১৯ সালের ৩১ মার্চ বিকেলে  সেলিম  চৌধুরী আসামীদের কাছ থেকে পাওনা দুই লাখ টাকা আনতে যান। ওই টাকা আত্মসাৎ করতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে হাত-পা বেঁধে  আসামীর ঝুটের  গোডাউনে বস্তায় ভরে মরদেহ মাটিতে পুঁতে রাখে। ঘটনার ১১দিনের মাথায় মরদেহের গন্ধ আশপাশে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চারজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। মামলাটিতে ১১জনের সাক্ষ্য শেষে আদালত দু’জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। মামলার রায়ে  সোলেমান ও আলী  হোসেন নামের দু’জনকে খালাস  দেয়া হয়। 
রায়ের পর নিহতের স্ত্রী ও মামলার বাদী  রেহেনা আক্তার প্রত্যাশিত রায়ের জন্য উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

নড়াইলে এস.এম সুলতান চারুকলা কলেজে ভবন উদ্বোধন করলেন মাশরাফি এমপি

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট ও পাহাড় ধসে তিন জনের মৃত্যু