ভিতরে

‘বিওএ’ কে ২০ কোটি টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের(বিওএ) কার্যক্রমকে আরো গতিশীল করতে ২০ কোটি টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল  সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স  সেনাবাহিনী প্রধান এবং বিওএ সভাপতি জেনারেল এস এম সফিউদ্দীন আহমেদ এসবিপি,ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচ ডি এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই বিওএ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আর্থিক অনুদানের জন্য  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও  তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
গতকালের বৈঠকে  আন্তর্জাতিক গেমসের শেফ দ্য মিশন ও বিভিন্ন  উপ-কমিটি  গঠন করা হয়েছে।  কমনওয়েলথ গেমসর শেফ দ্য মিশন হিসেবে মনোনীত হয়েছেন বিওএ সহ-সভাপতি লে.জেনারেল মইনুল ইসলাম (অব.), ইসলামিক সলিডারিটি গেমসে বিওএ সদস্য সিরাজউদ্দিন মোঃ আলমগীর ও এশিয়ান গেমসে কোষাধ্যক্ষ একে সরকার। 
সভায় বিওএ’র কার্যক্রম পরিচালনার জন্য ছয়টি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। গত মেয়াদের মতো এবারও   মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন। মিডিয়া কমিটির সদস্য সচিব হয়েছেন সিরাজউদ্দীন আলমগীর।
প্রশিক্ষণ ও উন্নয়ন কমিটি – চেয়ারম্যান লে.জেনারেল মইনুল ইসলাম, সদস্য সচিব একে সরকার 
সলিডারিটি কমিটি – চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ মহী 
ক্রয় ও প্রশাসন কমিটি – চেয়ারম্যান হাবিবুর রহমান ও সদস্য সচিব এমবি সাইফ 
 ফাইন্যান্স,অডিট, প্ল্যানিং ও বাজেট কমিটি – চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ ও সদস্য সচিব একে সরকার।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

শ্রীলংকা সফরে অস্ট্রেলিয়ার সূচি প্রকাশ

‘বিওএ’ কে ২০ কোটি টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী