ভিতরে

পিসিবি কর্তাদের কড়া নির্দেশ দিলেন রমিজ

বোর্ডের কর্তাদের খরচ কমানোর নির্দেশ দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা।
দু’দিন আগেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম পরিদর্শনে যান রমিজ। বোর্ডের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎকালে সেখানেই এ নির্দেশ দেন  তিনি।
খরচ কমানোর ওপর জোর দিয়ে রমিজ জানান, প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন,কিভাবে প্রধানমন্ত্রীর বাসভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের খরচ বাঁচান।
রমিজ বলেন, ‘বোর্ডের অতিরিক্ত খরচগুলো আমাদের কমানো উচিত। দুই কাপের বদলে এক কাপ চা খাওয়ার অভ্যাস করা উচিত। এয়ার কন্ডিশনের ব্যবহার কমানো উচিত। অফিস ছাড়ার আগে লাইট বন্ধ করা উচিত।’
তিনি আরও বলেন, ‘আমাদের দল যদি বিশ্বের এক নম্বর দল না হয়, তাহলে আমাদের কারো এখানে থাকার দরকার নেই। আমাদের এমনভাবে কাজ করা উচিত যাতে করে আমাদের উপস্থিতি সবাই বুঝতে পারে।’
পিসিবির সভাপতি হওয়ার পর-পরই কঠিন সময় মুখে পড়েন রমিজ। নিরাপত্তার কারনে সিরিজ শুরুর আগ মুর্হূতে সিরিজ বাতিল করে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিউজিল্যান্ডের পর পাকিস্তান সফর বাতিল করে ইংল্যান্ডও। এই দু’সিরিজ বাতিলে চাপের মুখে পড়েন রমিজ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট বিক্রি শুরু করলো আইসিসি

কোলকাতার জয়ে অনেক বড় ভূমিকা রেখেছে সাকিব : মরগান