ভিতরে

সুপার হেভিওয়েট ক্যাটাগরীতে বিশ্ব রেকর্ড গড়লেন জর্জিয়ার লাশা তালাখাজে

টোকিও অলিম্পিকে পুরুষ ভারোত্তোলনে সুপার হেভিওয়েট ক্যাটাগরীতে তিনটি বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণ জয় করেছেন জর্জিয়ার লাশা তালাখাজে। এদিকে এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করে সিরিয়াকে প্রথম পদক উপহার দিয়েছেন মান আসাদ। 
¯œ্যাচে ২২৩ কেজী ও ক্লিন এন্ড জার্কে ২৬৫ কেজী ওজন তুলে সর্বমোট ৪৮৮ কেজী ভার বহন করে তালাখাজে নতুন বিশ্ব রেকর্ড হড়েছে। ১০৯ ওজনশ্রেণীর ক্যাটাগরীতে এই তিনটিই তার নতুন বিশ্ব রেকর্ড। 
এর মাধ্যমে ইরানের আলি ডাভোদিকে ৪৭ কেজীর বিশাল ব্যবধানে পিছনে ফেলে তালাখাজে স্বর্ণ জয় করেন। 
সর্বমোট ৪২৪ কেজী ভার উত্তোল করে ব্রোঞ্জ পদক পেয়েছেন সিরিয়ার মান আসাদ। ২০০৪ সালে বক্সিংয়ে সর্বশেষ কোন অলিম্পিক পদক পেয়েছিল যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। 
এই একই ক্যাটাগরীতে ২০১৬ রিও অলিম্পিক গেমসেও স্বর্ণ জয় করেছিলেন তালাখাজে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

২০০ মিটারে স্বর্ণ জয় করলেন আন্দ্রে ডি গ্রাসে

সাউদাম্পটন থেকে এ্যাস্টন ভিলায় যোগ দিলেন ইংলিশ স্ট্রাইকার ইংস