ভিতরে

নতুন বিশ্ব রেকর্ড গড়ে ৪০০ মিটার হার্ডলসের স্বর্ণ জয় করলেন নরওয়ের কার্স্টেন ওয়ারহোম

নিজের বিশ্ব রেকর্ড নিজেই ভঙ্গ করে টোকিও অলিম্পিকে পুরুষ ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণ পদক জয় করেছেন নরওয়ের কার্স্টেন ওয়ারহোম। 
টোকিওর প্রচন্ড গরম ও আদ্র আবহাওয়াকে উপেক্ষা করে ১০ দিনের ট্র্যাক এন্ড ফিল্ড ইভেন্টে কাল অলিম্পিক স্টেডিয়ামে নিজের সেরাটা দিয়েই ওয়ারহোম প্রথম হয়েছেন। নতুন বিশ্ব রেকর্ড টাইমিং ৪৫.৯৪ সেকেন্ড সময় নিয়ে আগের বিশ্ব সেরা টাইমিং ৪৬.৭১ সেকেন্ডকে ছাড়িয়ে গেছেন এই নরওয়েজিয়ান।
আগের বিশ্ব রেকর্ডটি গড়ার সময় একমাত্র খেলোয়াড় হিসেবে এই ইভেন্টে ৪৬ মিনিট সময় নিয়েছিলেন। এর আগে মাত্র চারজন এ্যাথলেটই ৪৭ মিনিট সময় নিয়ে প্রতিযোগিতা শেষ করেছিলেন।
কালকের এই ইভেন্টে ওয়ারহোমের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের রাই বেঞ্জামিন ৪৬.৭১ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য ও ব্রাজিলের এ্যালিসন ডস সান্তোস ৪৬.৭২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জয় করেছেন। ওয়ারহোম ছাড়াও পদক পাওয়া বাকি দুজনই তাদের আগের ব্যক্তিগত সেরা টাইমিংকে কাল ছাড়িয়ে গেছেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

১০৯ বছরের ইতিহাসে প্রথমবারের মত স্বর্ণ ভাগাভাগি

জুভেন্টাসের সাথে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করলেন চিয়েলিনি