ভিতরে

যুক্তরাষ্ট্রে প্রেস মিনিস্টার হিসেবে নিযুক্ত বাসস এর প্রধান বার্তা সম্পাদক সাজ্জাদ

সরকার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বার্তা সংস্থা (বাসস) এর প্রধান বার্তা সম্পাদক (সিএনই) এ জেড এম সাজ্জাদ হোসেনকে প্রেস মিনিস্টার হিসেবে নিযুক্ত করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় আজ প্রজ্ঞাপন জারি করে বলেছে, সাজ্জাদ তিন বছরের চুক্তিতে ওই পদে কাজ করবেন।
সাজ্জাদ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী এবং  মুক্তিযুদ্ধের সংগঠক
 প্রয়াত ডা. এম এ কাশেমের কনিষ্ঠ পুত্র। তার মা বেগম হাফিজুননেসা তৎকালীন মাদারীপুর মহকুমা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর সাজ্জাদ ১৯৯৭ সালে বাসসে সহ-সম্পাদক হিসেবে যোগদেন। এর আগে তিনি ১৯৯৫ সালে একটি বাংলা সংবাদপত্রে যোগদানের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন।
তিনি ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইংয়ের সঙ্গে সংযুক্ত ছিলেন।
সাজ্জাদের বড় ভাই অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (আরএমইউ) উপাচার্য।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

টিকার আওতায় এসেছে দেশের ১ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৮১১ জন মানুষ

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের পেছনে কারা ছিল সেটা একদিন বের হবে : প্রধানমন্ত্রী