ভিতরে

অধঃস্তন আদালতের ৩২৫ বিচারক ও ৬৪০ কর্মচারী করোনায় আক্রান্ত

কভিড-১৯ এর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে গতকাল ২৮ জুলাই পর্যন্ত অধঃস্তন আদালতের ৩২৫ জন বিচারক এবং ৬৪০ জন সহায়ক কর্মচারী আক্রান্ত হয়েছেন। 
সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বাসস’কে আজ এ তথ্য জানান। 
তিনি বলেন, করোনা আক্রান্ত বিচারকদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬৪ জন। দুই জন বিচারক কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। 
করোনা আক্রান্ত সহায়ক কর্মচারীদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮৯ জন এবং ৮ জন মারা গেছেন।
তিনি আরো বলেন, এই মুহূর্তে অধঃস্তন আদালতের ৫৯ জন বিচারক এবং ১৪৩ জন সহায়ক কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ফিরোজা আর্কাইভ নজরুল সঙ্গীত চর্চায় আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে : স্পিকার

ঢাকাই মসলিন হাউজ প্রতিষ্ঠা করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়