ভিতরে

কর্মহীন অসহায় পরিবারের মাঝে ডিএনসিসি মেয়রের ত্রাণ সামগ্রী বিতরণ

মানবিক সহায়তা হিসেবে কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
আজ তিনি ভাষানটেক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 
এ সময় মেয়র ৫০০ কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ৫০০ মিলিলিটার সয়াবিন তেল এবং ১ কেজি করে লবন বিতরণ করেন।
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ও সুন্দরভাবে কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে তিনি এসব মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেন।
ডিএনসিসি মেয়র বর্তমান পরিস্থিতিতে সামর্থ্যবান সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী সালেক মোল্লা, সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহিদা আক্তার শিলা এবং অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এ এস এম শফিউল আজম উপস্থিত ছিলেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

রাজধানীর পশুর হাট শেষ মুহূর্তে জমে উঠেছে

পশুর বর্জ্য অপসারণ তদারকিতে ঢাদসিক’র নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন