ভিতরে

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আটক-৫

সদর উপজেলার পাকারমাথা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে শুক্রবার রাত ১২ টায় একটি অ্যাম্বুলেন্স ও দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে জয়পুরহাট থানা পুলিশ। 
আটক ৫ জন হচ্ছেন মন্টু হোসেনের ছেলে আবির হোসেন (২৬), আব্দুল আলিমের ছেলে রনি আকরাম (২৭), আফজাল হোসেনের ছেলে নয়ন  হোসেন (২৯), বকুল মিয়ার ছেলে  খুশিবুজ্জামান খুশিব (২৪) ও মোজাহার আলীর ছেলে হাবিবুর রহমান বাশার (২৭)।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি)এ কেএম অলমগীর জাহান জানান,
 পুলিশ অভিযানের  সময় ঘটনাস্থল থেকে একটি রামদা, চাইনিজ কুড়াল, লোহার চাপাতি, ধারালো ছুড়ি ৩টি, ২৫ ফুট লম্বা লাইলনের দড়ি ১ টা, লোহার তৈরি পাইপ, কাঠের লাঠি,  স্বপ্ন এন্ড তুবা নামে একটি অ্যাম্বুলেন্স ( রেজি: ঢাকা মেট্রো-চ-১১-২১৪৮) ও ৬টি মোবাইল সেট উদ্ধার করা হয়। সদর উপজেলার জামালপুর ইউনিয়নের জয়পুরহাট -ক্ষেতলাল সড়কের  পাকারমাথা নামক এলাকায় রশি দিয়ে বেরিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে  ডাকাত দলের সদস্যরা এমন খবর পেয়ে অভিযান চালায় জয়পুরহাট থানা পুলিশ । আটক দের থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার প্রস্তুতি চলছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৪ হাজার ৮২১ পরিবার

গোপালগঞ্জে কোটালীপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন সুবিধাভোগীরা