ভিতরে

সিডনিতে সম্প্রতি করোনায় প্রথমবারের মতো একজনের মৃত্যু

অষ্ট্রেলিয়ার সিডনিতে সম্প্রতি ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণে রোববার একজন মারা গেছে।  
যদিও করোনার ডেল্টা ধরণ নিয়ন্ত্রণে দেশটির  বৃহত্তম শহরটি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 
অষ্ট্রেলিয়ায় নতুন করে করোনায় ৭৭ জন আক্রান্ত হয়েছে। সোমবার নাগাদ এ সংখ্যা একশ’ ছাড়াবে বলে ধারনা করা হচ্ছে। 
এদিকে শনিবার করোনা পজিটিভ শনাক্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ৯০ বছর বয়সী এক নারী মারা গেছে।
নিউ সাউথ ওয়েলস এর প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিক্লয়ান বলেছেন, আজকের চেয়ে আগামীকাল এবং পরের কয়েকদিন পরিস্থিতি আরো খারাপ হতে পারে। 
উল্লেখ্য, সিডনিতে লকডাউনের তৃতীয় সপ্তাহ চলছে। এর মধ্যেও করোনা সংক্রমণ বেড়েই চলেছে। 
এ পরিস্থিতিতে শুক্রবার লকডাউন আরো কঠোর করার ঘোষণা দিয়ে গ্লেডিস সতর্ক করে বলেছেন, পরিস্থিতির নাটকীয় উন্নতি না হলে ঘরে অবস্থানের নির্দেশনা অব্যাহত থাকবে। 
সিডনিতে মধ্য জুনে নতুন করে করোনা শুরুর পর থেকে এ পর্যন্ত ৫৬৬ জন আক্রান্ত হয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া

ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ৪১ হাজার ৫০৬ , মৃত্যু ৮৯৫