ভিতরে

বৈষম্যমূলক আচরণের জন্য হাঙ্গেরিকে তিনটি ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে

ইউরো ২০২০’এ ভক্তদের “বৈষম্যমূলক আচরন” এর জন্য শাস্তি পেতে হলো হাঙ্গেরিকে। আগামী তিনটি হোম ম্যাচ তাদেরকে দর্শকশুন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দিয়েছে উয়েফা। একইসাথে হাঙ্গেরিয়ান ফুটবল ফেডারেশনকে এক লাখ ইউরো জরিমানাও করা হয়েছে।
বুদাপেস্ট ও মিউনিখে গ্রুপ পর্বের ম্যাচে হাঙ্গেরির ভক্তরা বিভিন্ন ধরনের সমকামী ব্যানার নিয়ে মাঠে উপস্থিত হয়েছিল। একইসাথে সমর্থকদের আচরনের বিভিন্ন ধরনের বৈষম্য লক্ষ্য করার পর উয়েফার তদন্ত কমিটি হাঙ্গেরির বিপক্ষে অভিযোগ উত্থাপন করে। হাঙ্গেরি গ্রুপ পর্বে প্রথম দুটি ম্যাচে বুদাপেস্টের পুসকাস এরিনাতে পর্তুগাল ও ফ্রান্স এবং শেষ ম্যাচে মিউনিখে জার্মানীর মোকাবেলা করে।
সম্ভ্যাব্য বৈষম্যমূলক ঘটনার প্রেক্ষিতে গত ২০ জুন উয়েফা তাদের এথিক্স ও ডিসিপ্লিনারি কমিটিকে প্রথম দুটি ম্যাচে তদন্তের নির্দেশ দেয়। এরপর তা বাড়িয়ে মিউনিখের ম্যাচটিও এর সাথে সংযুক্ত করা হয়। উয়েফার এই নিষেধাজ্ঞ ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে কার্যকরী হবে না, যেহেতু এটি ফিফা আয়োজিত টুর্নামেন্ট।
হাঙ্গেরিয়ান ফেডারেশন জানিয়েছে আসন্ন ম্যাচগুলোতে তারা যে ব্যানার প্রদর্শন করবে তাতে অবশ্যই লেখা থাকবে “ইকুয়ালগেম”।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

শিরোপা হাতে নেবার অপেক্ষায় ইংল্যান্ড-ইতালি

বরখাস্ত রাশিয়ার কোচ