বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বেতার ভবনে এ পর্যন্ত ১ লক্ষ ৬১ হাজার ৩ শত ১৮ ব্যক্তির করোনা ভাইরাস পরীক্ষা সম্পন্ন হয়েছে।
একই ভবনের ফিভার ক্লিনিকে ১ লাখ ৫ হাজার ২শত ৬৪ জন করোনায় আক্রান্ত রোগী সেবা নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আজ ১১ শত ২৮ জনসহ এবং এ পর্যন্ত ফাইজারের ৪ হাজার ৫ শত ৯০ জনসহ প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫২ হাজার ৫ শত ৮০ জন।
গত ৭ জুলাই পর্যন্ত দ্বিতীয় ডোজের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছে ৪৮ হাজার ২ শত ১৬ জন।
কেবিন ব্লকে করোনা সেন্টারে শনিবার পর্যন্ত ১০ হাজার ১০৭ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৫ হাজার ৫ শত ৬৫ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৬’শ ২৭ জন। আইসিইউতে ১৯ জনসহ ভর্তি আছে ১৮৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন।
ভিতরে স্বাস্থ্য
বিএসএমএমইউয়ে ১ লক্ষ ৬১ হাজার ৩১৮ জনের করোনা পরীক্ষা
