ভিতরে

সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে ফেদেরার

১৯৬৮ সালের পর উন্মুক্ত যুগে সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সুইস সেনসেশন রজার ফেদেরার। আগামী মাসে ৪০ বছরে পা রাখতে যাওয়া ফেদেরার গতকাল চতুর্থ রাউন্ডের  ম্যাচে ইতালির লোরেঞ্জো সোনেগোকে ৭-৫, ৬-৪, ৬-২ গেমের সরাসরি সেটে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট পান। এ নিয়ে ১৮ বারের মত অল ইংল্যান্ড ক্লাবের শেষ আটে জায়গা করে নিলেন ফেদেরার। 
ম্যাচ শেষে ফেদেরার বলেছেন, ‘প্রথম সেটের পর আমার মনে হয়েছিল সব কিছু নিয়ন্ত্রনে চলে এসেছে। কোয়ার্টারে খেলতে পারাটা আমাকে নতুন করে কোন আনন্দ দিচ্ছেনা।’
আগামী বছর থেকে মধ্য রোববারেও ম্যাচ থাকবে। সাধারনত এ দিনটি রেস্ট ডে হিসেবে বিবেচিত হয়। ফেদেরার বলেন, ‘মিডল সানডে’ তে খেলতে পারার আনন্দই ভিন্ন। এতে করে আরো বেশী দর্শক টুর্নামেন্টটি উপভোগের সুযোগ পাবে। আমি সত্যিই আজকের ম্যাচটি বেশ উপভোগ করেছি। 
ক্যারিয়ারে এনিয়ে গ্র্যান্ড স্ল্যামে ৫৮তম কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সুইস তারকা। আটবারের উইম্বলডন বিজয়ী ফেদেরার সেমিফাইনালে দ্বিতীয় বাছাই ডানিল মেদভেদেভ ও ১৪তম বাছাই হুবার্ট হারকাজের মধ্যকার বিজয়ীর মোকাবেলা করবেন। গতকাল রাতে বৃষ্টির কারনে ম্যাচ বন্ধ হবার আগ পর্যন্ত মেদভেদেভ হারকাজের বিপক্ষে ৬-২, ৬-৭ (২/৭), ৬-৩, ৩-৪ গেমে এগিয়ে ছিলেন। ফেদেরার বলেন, ‘এই পরিস্থিতি একজন খেলোয়াড়ের জন্য মোটেই সুখকর নয়। আমিও অতীতে এমন পরিস্থিতিতে পড়েছি, তবে এই খেলোয়াড়রা তরুন এবং তারা সহজেই এই বিরুপ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

জার্মানীর অলিম্পিক স্কোয়াডে ডাক পেলেন ম্যাক্স ক্রুস

ফাইনালে আর্জেন্টিনাকে দেখতে চান নেইমার