ভিতরে

দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৭৪৬ জন করোনায় আক্রান্ত

A healthcare worker takes a nasal swab sample from a migrant worker during proactive testing at his work place, amid the spread of the coronavirus disease (COVID-19) outbreak in Samut Sakhon province in Thailand, January 27, 2021. REUTERS/Chalinee Thirasupa - RC28GL911BC6

দক্ষিণ কোরিয়ায় সোমবার নতুন করে ৭৪৬ জন করোনায় আক্রান্ত হওয়ায় মোট সংক্রমিত লোকের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬১ হাজার ৫৪১ জনে। 
এর একদিন আগে দেশটিতে ৭১১ জন করোনায় আক্রান্ত হয়েছিল। গত সাতদিন ধরে দেশটিতে সাতশ’র বেশি করে লোক করোনায় আক্রান্ত  হচ্ছে। নতুন আক্রান্তদের মধ্যে ৩১৩ জন সিউলের বাসিন্দা এবং ২২৪ জন জিয়ংগি প্রদেশের। 
দেশটিতে নতুন করে আরো চারজনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দু’হাজার ৩২ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছে এক লাখ ৫০ হাজার ৭৬০ জন। সুস্থতার হার ৯৩.৩৩ শতাংশ।  
দক্ষিণ কোরিয়ায় ফেব্রুয়ারিতে টিকাদান কর্মসূচি শুরু  হয়েছে। এ পর্যন্ত ৫৩ লাখ ৬৮ হাজার ২২৭ জনকে টিকার সম্পূর্ণ ডোজ দেয়া হয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

আলজেরিয়ায় সমুদ্র সাঁতরিয়ে প্রায় ১৫০ লোক অসুস্থ

রাশিয়ায় ২৮ আরোহী নিয়ে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন