ভিতরে

কাল আবার বসছে সংসদের বাজেট অধিবেশন

দীর্ঘ ৯দিন মুলতবির পর আগামীকাল সোমবার সকাল ১১টায় আবার বসছে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট)  অধিবেশন। 
গত ১৭ জুনের বৈঠক শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৮ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন।
গত ২ জুন সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। গত ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৬লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট সংসদে পেশ করেন। এছাড়া ওই দিন তিনি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটও পেশ করেন। গত ৭ জুন সম্পূরক বাজেট পাস করা হয়।
আগামীকালের বৈঠকে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। এ আলোচনা গত ১৪ জুন শুরু হয়। আগামী ৩০ জুন এ বাজেট পাস করা হবে। এর আগে ২৯ জুন অর্থ বিল, ২০২১ পাস করার কথা রয়েছে। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

আবরার হত্যা মামলার সাফাই সাক্ষ্য ২৮ জুন

ওআইসি যুব চলচ্চিত্র প্রতিযোগিতার মাধ্যমে সৃষ্টি হবে বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী