ভিতরে

ভোলার লালমোহনে অনুর্ধ্ব-৮-১৬ ফুটবল খেলোয়ারদের প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

জেলার লালমোহন উপজেলায় আজ অনুর্ধ্ব-৮ থেকে অনুর্ধ্ব-১৬ ফুটবল খেলোয়ারদের প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আজ  বেলা ১১ টায় লালমোহন সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে ক্যাম্পের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জাান, জেলা পুলিশ সুপার সরকার মো: কায়সার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার।
স্থানীয় সংসদ সদস্য  শাওন বলেন, ‘শিশু কিশোর ও যুবকদেরকে মাদক, জুয়া, ইভটিজিংসহ সকল সামাজিক অপরাধ থেকে মুক্ত রাখতে হলে মাঠমুখী করতে হবে। তরুণ প্রজন্মকে অপরাধমুক্ত রাখার জন্য খেলাধূলার কোন বিকল্প নেই।’
প্রশিক্ষণে  অংশ নেয়া  এই অল্প বয়সের ছোট ছোট ফুটবলারদের মধ্য থেকে আগামীর দেশ সেরা ফুটবলার তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে এই প্রশিক্ষণ ক্যাম্পে ৭০ জন খেলোয়ার অংশ নিয়েছে। মাসব্যাপী এই কার্যক্রম চলবে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

জয়পুরহাটে ৩ হাজার হেক্টরের অধিক জমিতে পাট চাষ

কোপা আমেরিকায় গ্রুপ ম্যাচে ড্র করল পেরু ও ইকুয়েডর