ভিতরে

জুলাইতে ভারতে শিশুদের ভ্যাকসিন ট্রায়াল

নোভাভ্যাক্সের করোনা ভ্যাকসিন ভারতে তৈরির প্রস্তুতি নিচ্ছে সেরাম ইনস্টিটিউট।

সংস্থার সূত্র উদ্ধৃত করে বৃহস্পতিবার এনডিটিভির রিপোর্টে বলা হয়েছে, আগামী জুলাই মাসে শিশুদের ওপর এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু করার পরিকল্পনা নিয়েছে সেরাম।

কোভিশিল্ডের পর বর্তমানে ভারতে নোভাভ্যাক্স তৈরির দায়িত্বও নিয়েছে সেরাম।

সংস্থার কর্ণধার আদর পুনাওয়ালা জানিয়েছেন, জুলাই মাসে শিশুদের উপরে ‘নোভাভ্যাক্স’-র ক্লিনিকাল ট্রায়াল শুরু করার পরিকল্পনা করা হয়েছে।

নোভাভ্যাক্স ১৪ জুন এক বিবৃতিতে জানিয়েছে যে তাদের টিকা গুরুতর ও মারাত্মক সংক্রমণের বিরুদ্ধে ১০০ শতাংশ সুরক্ষা দেখিয়েছে। সামগ্রিক ভাবে এই টিকার কার্যকারিতা ৯০.৪ শতাংশ।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছিল যে ‘কোভোভ্যাক্স’ টিকা কোভিডের অন্য প্রজাতির বিরুদ্ধেও ৯৩ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

মনের ভাব জানাবে ইলেক্ট্রনিক ডিভাইস

আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির সময় বাড়ল