ভিতরে

সংসদ ভবনে হামলার পরিকল্পনা : দুইজন রিমান্ডে

জাতীয় সংসদ ভবনে কালো পতাকা ও তলোয়ার হাতে জঙ্গি হামলার পরিকল্পনা করার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আল আমিন এবং উগ্রবাদী বক্তা আলী হাসান ওসামামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছ আদালত।
আজ বৃহস্পতিবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় রাজধানীর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার শেরেবাংলা নগর থেকে সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আল আমিনকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।
এছাড়া এই হামলার পরিকল্পনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে উগ্রবাদী বক্তা আলী হাসান ওসামামকে রাজবাড়ি জেলা থেকে বুধবার দুপুরে গ্রেফতার করা হয়।
জাতীয় সংসদ ভবনে কালো পতাকা ও তলোয়ার হাতে জঙ্গি হামলার পরিকল্পনা করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

পবিত্র ঈদুল ফিতর নিজ নিজ অবস্থানে থেকেই উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

রফিকুল ইসলাম মাদানীকে কারাগারে পাঠানোর আদেশ