ভিতরে

থাইল্যান্ডে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোঃ আব্দুল হাই ব্যাংককের দুসিত প্রাসাদে থাইল্যান্ডের রাজা মাহাভাজিরালংকর্নের নিকট তাঁর পরিচয় পত্র গতকাল পেশ করেছেন।
পরিচয় পত্র গ্রহণ করে রাজা মাহাভাজিরালংকনের বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আব্দুল হাইকে থাইল্যান্ডে স্বাগত জানান। রাজা মাহাভাজিরালংকর্ন যুবরাজ থাকাকালীন দুইবার বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশের জনগণের উষ্ণ আতিথেয়তার কথা তাঁকে মুগ্ধ করেছে বলে উেেল্লখ করেন।
রাষ্ট্রদূত মোঃ আব্দুল হাই রাজার নিকট বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন পত্র পৌছে দেন। রাষ্ট্রপতির অভিনন্দন পত্রে রাজা হিসাবে পুনরায় বাংলাদেশ সফওে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়।
রাষ্ট্রদূত ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ছিলেন বিধায় রাজা থাইল্যান্ডে পরিচিত পরিবেশে তাঁর সাফল্য কামনা করেন।
পরিচয় পত্র পেশ শেষে থাইল্যান্ডে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সম্মানে একটি অভ্যর্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি থাইল্যান্ডের জাতীয় গণমাধ্যমে গুরুত্বের সাথে সম্প্রচারিত হয়।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ফিলিপাইনের রিজাল জাদুঘরে বঙ্গবন্ধুর এবং ফিলিপিনো জাতীয় বীর ডাঃ রিজালের প্রতিকৃতি উন্মোচন

অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : ডিএনসিসি মেয়র