ভিতরে

তামিম-সাইফের জোড়া হাফ-সেঞ্চুরিতে দ্বিতীয় সেশনও বাংলাদেশের

ওপেনার তামিম ইকবাল ও তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তর জোড়া হাফ-সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় সেশনটিও নিজেদের করে নিলো সফরকারী বাংলাদেশ। ৫৩ ওভারে ২ উইকেটে ২০০ রান তুলে চা-বিরতিতে গিয়েছে টাইগাররা। তামিম ৯০ রানে ফিরলেও, ৭৮ রানে অপরাজিত আছেন শান্ত। প্রথম সেশনে ২৭ ওভারে ১ উইকেটে ১০৬ রান তুলে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছিলো বাংলাদেশ।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। ব্যাট হাতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় টাইগাররা। ৬ বল খেলে খালি হাতে প্যাভিলিয়নে ফিরেন ওপেনার সাইফ হাসান।
এরপর তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে বিরতির আগ পর্যন্ত ১৫৩ বলে অবিচ্ছিন্ন ৯৮ রানের জুটি গড়েন তামিম। ৫৩ বল খেলে টেস্ট ক্যারিয়ারের ২৯তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
হাফ-সেঞ্চুরির পর নিজের ইনিংসকে সামনের দিকে নিয়ে গেছেন তামিম। বিরতির আগ পর্যন্ত ৬৫ রানে অপরাজিত ছিলেন তিনি। ৭২ বল খেলে ১২টি চার হাঁকান তামিম। ৮৬ বল খেলে ৫টি চারে ৩৭ রানে অপরাজিত ছিলেন শান্ত।
বিরতির পর সেঞ্চুরির পথেই ছিলেন তামিম। কিন্তু দুভার্গ্য ৯০ রানে আউট হন এই ওপেনার। ১৫টি চারে ১০১ বল খেলে নিজের ইনিংস সাজান তামিম। দ্বিতীয় উইকেটে তামিম-সাইফ ২২৫ বলে ১৪৪ রান যোগ করেন।
তামিমের বিদায়ের পর অধিনায়ক মোমিনুল হককে নিয়ে দলের রানের চাকা ঘুড়ান শান্ত। চা-বিরতির আগ পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন তারা। ১০টি চার ও ১টি ছক্কায় ১৭২ বলে নিজের ইনিংস সাজান শান্ত। ৪২ বলে ২১ রানে অপরাজিত মোমিনুল।
বাংলাদেশের পতন হওয়া দু’টি উইকেটই নিয়েছেন শ্রীলংকার বাঁ-হাতি পেসার বিশ্ব ফার্নান্দো।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

জুনের আগে অলিম্পিকে দর্শক উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না

মিশ্রর ঘুর্ণিতে কুপোকাত মুম্বাই