ভিতরে

তামিমের হাফ-সেঞ্চুরিতে প্রথম সেশন বাংলাদেশের

ওপেনার তামিম ইকবালের হাফ-সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনটি নিজেদের করে নিলো সফরকারী বাংলাদেশ। ২৭ ওভারে ১ উইকেটে ১০৬ রান তুলে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে টাইগাররা।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। ব্যাট হাতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় টাইগাররা। ৬ বল খেলে খালি হাতে প্যাভিলিয়নে ফিরেন ওপেনার সাইফ হাসান।
এরপর তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে বিরতির আগ পর্যন্ত ১৫৩ বলে অবিচ্ছিন্ন ৯৮ রানের জুটি গড়েন তামিম। ৫৩ বল খেলে টেস্ট ক্যারিয়ারের ২৯তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
হাফ-সেঞ্চুরির পর নিজের ইনিংসকে সামনের দিকে নিয়ে গেছেন তামিম। বিরতির আগ পর্যন্ত ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। ৭২ বল খেলে ১২টি চার হাঁকান তামিম। ৮৬ বল খেলে ৫টি চারে ৩৭ রানে অপরাজিত থাকেন শান্ত। বাংলাদেশের পতন হওয়া একমাত্র উইকেটটি নিয়েছেন শ্রীলংকার বাঁ-হাতি পেসার বিশ্ব ফার্নান্দো।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

আগামী বাজেটে দরিদ্র জনগোষ্ঠি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে : অর্থমন্ত্রী

ব্রাইটনের সাথে ড্র করেও শীর্ষ চারে উঠে এলো চেলসি