ভিতরে

বাংলাদেশ গেমসে চাঁপাইনবাবগঞ্জের স্বর্ণ অর্জন

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ এই চাঁপাইনবাবগঞ্জের ৩ কন্যা বর্ণা-বিপাশা-উর্মি সারা বিশ্ব দরবারে বাংলাদেশ তথা চাঁপাইনবাবগঞ্জ জেলাকে গর্বিত করেছে।

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০-এর অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছেন চাঁপাইনবাবগঞ্জের ৩ কণ্যা। ৮ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ গেমস এর সমাপ্ত হয়।

এরা হলেন, মাউনজেরা বর্ণা, মরিয়ম খাতুন বিপাশা ও সায়মা জামান উর্মি। তারা বাংলাদেশ গেমসে ৫টি গোল্ড মেডেল, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ মেডেল সর্বমোট ৮টি মেডেল এনে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জকে।

বাবা বাবলুর আদর্শে বর্ণা, বিপাশা, উর্মিসহ শতশত শিক্ষার্থী কারাতে ও বক্সিং একাডেমির শিক্ষার্থী হয়ে প্রশিক্ষণ নিচ্ছে।চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়াম ও নবাবগঞ্জ সরকারি কলেজে শতশত শিক্ষার্থী জুডো, কারাতে, বক্সিং খেলার মধ্য দিয়ে শরিরকে ফিট রাখছে।

এ বিষয়ে বর্ণা এ প্রতিবেদককে জানান, যে কোন কিছু অর্জন গর্বের বিষয়। আমি আমার মহান আল্লাহ, মা, বাবাসহ সকলের কাছে কৃতজ্ঞ। আপনারা সকলে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে দেশ ও জেলার নাম উজ্জ্বল করতে পারি।

বর্ণা, বিপাশা ও উর্মি আগামীতে দেশ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার হয়ে আরও অনেক সাফল্য বয়ে আনুক এটাই এখন প্রত্যাশা।

তাদের এ অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১,২ ও ৩ আসনের মহিলা কাউন্সিল প্রার্থী ও তরুণ নারী উদ্যোক্তা নাজিন ফাতেমা জিনিয়াসহ বিভিন্ন মহল।

আপনি কি মনে করেন?

1 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের সক্রিয় চিন্তাভাবনা করছে সরকার : সেতুমন্ত্রী

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন