ভিতরে

উপজেলা সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণে সমীক্ষা সম্পন্ন করে দ্রুত ডিপিপি প্রণয়নের সুপারিশ

সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় উপজেলা সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণে সমীক্ষা সম্পন্ন করে দ্রুত ডিপিপি প্রণয়নের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি’র অনুপস্থিতিতে কমিটির সদস্য অসীম কুমার উকিলের সভাপতিত্বে সংসদ ভবনে আজ অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং সুবর্ণা মুস্তাফা সভায় অংশগ্রহণ করেন।
সভায় রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
নতুন অ্যাক্রোবেটিক শিল্পীদের প্রশিক্ষণ নিয়মিতভাবে রাজবাড়ী অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রে চলমান রয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি উপজেলা সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি বা সমীক্ষা সম্পন্ন করে ডিপিপি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে পরবর্তী বৈঠকে অগ্রগতি সম্পর্কে অবহিতকরণের সুপারিশ করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রতœতত্ত্ব অধিদপ্তর ও শিল্পকলা একাডেমির মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

জরিপ শেষ হলে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কের অবসান হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিশ্বে মানবিকতার দিক থেকে প্রথম স্থানে বাংলাদেশ : নৌপরিবহন প্রতিমন্ত্রী