ভিতরে

অমর একুশে বইমেলায় বিষয়ভিত্তিক আলোচনা বন্ধ, বই এসেছে ১২২টি

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে অমর একুশে বইমেলায় নির্ধারিত বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান হচ্ছে না। মেলার ১১তম দিনে নতুন বই এসেছে ১২২টি।
আজ বাংলা একাডেমি সূত্র জানায়, সার্বিক দিক বিবেচনা করে আলোচক,অতিথি ও আগত দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিতে বইমেলার মেলামঞ্চে নির্ধারিত আলোচনা অনুষ্ঠান হচ্ছে না।
এদিকে, বিকেল ৩টায় শুরু হওয়া মেলায় আজকের বিষভিত্তিক বই : গল্প-১৮, উপন্যাস-২০, প্রবন্ধ-০৭, কবিতা-৪৪, গবেষণা-০, ছড়া-২, শিশুসাহিত্য-১, জীবনী-৪, রচনাবলি-১, মুক্তিযুদ্ধ-২, নাটক-২, ইতিহাস-৩, রাজনীতি-১, বঙ্গবন্ধু-৩, রম্য/ধাঁধা-১, ধর্মীয়-২, অনুবাদ-১, অন্যান্য-১০টি বই।
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন সরকার আবদুল মান্নান, আদিত্য নজরুল এবং আহমেদ শিপলু।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট
উত্তর দিন

মন্তব্য করুন

হেফাজতের হরতালে জনমনে তেমন প্রভাব পড়েনি, রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

রাজধানীতে হরতালবিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ