ভিতরে

পরমাণু চুক্তিতে ফেরার আগে প্রথমে মার্কিন অবরোধ তুলে নিতে হবে : খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরমাণু ইস্যুতে তার দেশের সুনির্র্দিষ্ট নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, ২০১৫ সালের পরমাণু চুক্তির অঙ্গীকারে ফেরার আগে প্রথমে সকল মার্কিন অবরোধ তুলে নিতে হবে।
রোববার এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, আমেরিকাকে আগে সকল অবরোধ তুলে নিতে হবে। এরপর আমরা যাচাই করে দেখবো। তারা সত্যিই অবরোধ তুলে নিলে পর আমরা পরমাণু চুক্তির অঙ্গীকারে ফিরে যাবো।
খামেনি জোর দিয়ে বলেন, অবরোধ প্রত্যাহার কাগুজে হলে তা গ্রহণযোগ্য হবে না। অবরোধ প্রত্যাহার হতে হবে বাস্তবিক।
উল্লেখ্য, ২০১৫ সালে বারাক ওবামার শাসনামলে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে যে চুক্তি করা হয় ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে তা বাতিল করেন।
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু চুক্তি নতুন করে চালু করতে তার প্রস্তুতির আভাস দেন। কিন্তু তার প্রশাসন জোর দিয়ে বলেছে, ইরানকে আগে পরমাণু চুক্তির অঙ্গীকারে ফিরতে হবে।
কিন্তু খামেনি বলেন, তারা যদি আমাদের নীতি গ্রহণ ও বাস্তবায়ন করে তবেই সবকিছুরই সমাধান হবে। আর যদি তা না হয় তবে এভাবেই চলবে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

কঙ্গোর বিরোধী প্রার্থী কোলেলাস কোভিড-১৯-এ মারা গেছেন

মিয়ানমারে বিবিসি সাংবাদিক মুক্ত, বিক্ষোভ অব্যাহত