ভিতরে

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২৫ মে

দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন আগামী ২৫ মে মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
বার কাউন্সিল চেয়ারম্যান ও এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের স্বাক্ষরে নির্বাচনের এ তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত, মনোনয়নপত্র বাছাই ১১ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ এপ্রিল বিকেল ৪ টা পর্যন্ত।
বার কাউন্সিল নির্বাচনে মোট ১৪ জন সদস্য তিন বছরের জন্য নির্বাচিত হন। এর মধ্যে সারাদেশে সনদপ্রাপ্ত আইনজীবীদের ভোটে সাধারণ আসনে সাতজন এবং দেশের সাতটি অঞ্চলের স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে আরও সাতজন নির্বাচিত হয়ে থাকেন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও এটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান।
এ নির্বাচনের মাধ্যমে সারাদেশের প্রায় ৫০ হাজার আইনজীবী তিন বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট
উত্তর দিন

মন্তব্য করুন

রাজধানীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫১ জন গ্রেফতার

শাল্লায় সংখ্যালঘুদের বাড়িতে হামলার ঘটনায় মূল আসামীসহ ৩০জন গ্রেফতার