ভিতরে

প্রখ্যাত পরিচালকের হাতে আনুষ্ঠানিকতার মাধ্যমে অস্কার শুরু হতে যাচ্ছে

মহামারীতে ক্ষতিগ্রস্থ এ বছরের অস্কার অনুষ্ঠান রূপ নিতে যাচ্ছে।
কোভিড -১৯ বেড়ে যাওয়ায় পরীক্ষার সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে মনোনীত ব্যক্তি এবং তাদের অতিথিদের নিয়ে লস অ্যাঞ্জেলেসে ২৫ এপ্রিল প্রদর্শনীর ভেতর দিয়ে এ বছরের বিলম্বিত হলিউড পুরষ্কারের মৌসুমটি শেষ হবে। খবর এএফপি’র।
শুক্রবার একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস একাডেমি জানিয়েছে, ইম্মি-বিজয়ী প্রদর্শনী বিশেষজ্ঞ গ্লেইন ওয়েইস ষষ্ঠবারের মতো সরাসরি অস্কার পরিচালনা করবেন এবং পরিচালক স্টিভেন সোডারবার্গসহ একটি দল তা প্রযোজনা করবেন।
কোভিড -১৯ র কারণে গত বসন্ত থেকে হলিউডের মুক্তি পাওয়া সিনেমা ও সরাসরি ইভেন্টগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার পরে এই বছরের অস্কার অনুষ্ঠান ২৫ এপ্রিল পর্যন্ত আট সপ্তাহ পিছিয়ে দেয়া হয়।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

দি চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি চাঁপাইনবাবগঞ্জের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

বগুড়ায় ২০ হাজার শ্রমিকের হাতে তৈরী হচ্ছে এ্যানটিক গহনা