ভিতরে

নেপালে করোনা পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ ফুটবল দল

তিন দলের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে খেলতে গতকাল নেপাল পৌঁছায় বাংলাদেশ ফুটবল দল।
নেপালের মাটিতে পা দেয়ার পরপরই নিয়মনুযায়ী সকল খেলোয়াড়ের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়।
করোনার পরীক্ষার রিপোর্ট সুখবর মিলেছে। দলের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই অনুশীলন কোনও বাধা থাকছে না বাংলাদেশ দলের খেলোয়াড়দের।
সকল খেলোয়াড়ের রিপোর্ট নেগেটিভ আসায় আজ সকালে দল জিম সেশন করেছে তারা। নেপালের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আর্মি স্টেডিয়ামে দ্বিতীয় সেশনে অনুশীলন করবে জাতীয় দল।
ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় আগামী মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ২৭ মার্চ দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে খেলবে তারা। আর প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত আগামী ২৯ মার্চ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ইউরোপা লিগ: পগবার একমাত্র গোলে শেষ আটে ম্যান ইউ

ইউরোপা লিগ: হেরেও শেষ আটে আর্সেনাল