ভিতরে

নাদালকে হটিয়ে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এলেন মেদভেদেভ

রাফায়েল নাদালকে পিছনে ফেলে এটিপি বিশ^ র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছেন দানিল মেদভেদেভ। রাশিয়ার ২৫ বছর বয়সী এই তারকা চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বিশে^র এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচের কাছে পরাজিত হয়ে রানার্স-আপ হয়েছিলেন।
রোববার মার্শেই ওপেনের ফাইনালে পিয়েরে হিউজেস হাবার্টকে ৬-৪, ৬-৭ (৪/৭), ৬-৪ গেমে পরাজিত করে শিরোপা জয় করেন মেদভেদেভ। ২০০৫ সালের জুলাইয়ের পর পঞ্চম খেলোয়াড় হিসেবে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানটি দখল করলেন মেদভেদেভ। এই সময়ের মধ্যে জকোভিচ ও নাদাল ছাড়া রজার ফেদেরার ও এন্ডি মারে এই পজিশন দখল করেছিলেন।
এদিকে গত সপ্তাহে রজার ফেদেরারের রেকর্ড ভেঙ্গে সবচেয়ে বেশী সপ্তাহ ধরে শীর্ষস্থান দখলের কৃতিত্ব দেখিয়েছেন সার্বিয়ান তারকা জকোভিচ।
এটিপি বিশ^ র‌্যাঙ্কিং :
১. নোভাক জকোভিচ (সার্বিয়া) ১২০০৮ রেটিং পয়েন্ট
২. দানিল মেদভেদেভ (রাশিয়া) ৯৯৪০
৩. রাফায়েল নাদাল (স্পেন) ৯৬৭০
৪. ডোমিনিক থিম (অস্ট্রিয়া) ৮৬২৫
৫. স্টিফনোস তিসিতসিপাস (গ্রীস) ৬৭৬৫
৬. রজার ফেদেরার (সুইজারল্যান্ড) ৬৩৭৫
৭. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী) ৫৬৩৫
৮. আন্দ্রে রুবলেভ (রাশিয়া) ৫০১১
৯. দিয়েগো শুয়ার্টজমান (আর্জেন্টিনা) ৩৬৪০
১০. মাত্তেও বেরেত্তিনি (ইতালি) ৩৪৫৩

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনে বাংলা একাডেমির কর্মসূচি

তামিম একাদশকে ৯ উইকেটে হারালো নাজমুল একাদশ